
মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, পাবনা এর আয়োজনে রবি ২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ অক্টোবর) সকাল ১০ টায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক।
অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত খরিপ-২/২০২৫ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা রেজুলেশন পাঠ করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. রাফিউল ইসলাম। সভায় বিগত খরিপ-২/২০২৫ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
সভায় প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবিত লাগসই প্রযুক্তিসমূহ উপস্থাপন, কার্যক্রম বাস্তবায়নে গবেষণা প্রতিষ্ঠানকে সকলের সাথে সমন্বয় সাধন, তেলফসল হিসেবে উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি জাত বারি সরিষা-১৭ এর আবাদ বৃদ্ধি, অর্থকরী ফসল হিসেবে চিবিয়ে খাওয়ার জন্য বিএসআরআই আখ ৪১ (রংবিলাশ) ও গুড় তৈরির জন্য বিএসআরআই আখ ৪২ আবাদ বৃদ্ধি, বীজবাহিত রোগ দমনে বপণের আগে বীজশোধন, মাটিতে সুষম মাত্রায় সার প্রয়োগের জন্য মাটির নমুনা সংগ্রহ করে মৃত্তিকা গষেণাগারে প্রেরণ, সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং, কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি, চলতি আমন মৌসুমসহ দন্ডায়মান ফসলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিএসআরআই, এসসিএ, বিএডিসি, বিজেআরআই, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, বারি(ওএফআরডি), ব্রি, বিনা, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বিসিআইসি সার, কীটনাশক ও বীজ ডিলার প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ ৩০ জন উপস্থিত ছিলেন।