📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বিএনপির বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’ হয়ে গেল ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’, শিক্ষার্থীদের ক্ষোভ

বাকৃবি সংবাদদাতা: জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহাদত হোসেন বিপ্লব মনোনীত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।

তবে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বাকৃবির নাম ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ এবং শেকৃবির নামের বানান ভুল করে ‘শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়’ লেখা হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। নিজের বিশ্ববিদ্যালয়ের নামের ভুল দেখে অনেক সাবেক শিক্ষার্থী মর্মাহত হয়েছে।

এই বিষয়ে বাকৃবি স্নাতকোত্তর শিক্ষার্থী মেজবাউল হক (মিজু) বলেন, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ।এবং অভিনন্দন জানাচ্ছি যারা দায়িত্ব পেয়েছেন। তবে দুঃখের বিষয় ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে তো কোন বিশ্ববিদ্যালয় নেই। যারা দায়িত্বশীল জায়গায় আছেন আশা করি তারা সংশোধন করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গায় ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’ লিখবেন।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে আরও বাকৃবি থেকে যুগ্ম আহবায়ক-১ পদে শাহাদত হোসেন চঞ্চল, যুগ্ম আহবায়ক-৩ পদে ড. শফিকুল ইসলাম শফিক এবং শেকৃবি থেকে যুগ্ম আহবায়ক-২ পদে অধ্যাপক আবুল বাশার ও সদস্য (দপ্তরের দায়িত্বে) পদে অধ্যাপক জমশেদ আলম মনোনীত হয়েছে।

উল্লেখ্য উক্ত আংশিক কমিটিকে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে ৫১ (একান্ন) সদস্যে উন্নীত করে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

বিশেষ সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) এবং সার্ক…