Thursday , August 28 2025

পাবনা সদরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পাবনা সংবাদদাতা: বৃহস্পতিবার (২৮ আগস্ট) পাবনা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। খরিপ-২ মৌসুমে মাষকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রমের উদ্বোধন করেন মো. নাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, পাবনা সদর, পাবনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ জাকিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, পাবনা সদর, পাবনা। কৃষিবিদ শৈলেন কুমার পাল, কৃষি সম্প্রসারণ অফিসার এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ আহসান হাবীব, অতিরিক্ত কৃষি অফিসার এবং রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার, পাবনা সদর, পাবনা। এছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা সদর এর উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা সদর, পাবনা এ অর্থবছরে ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় প্রতিজন কৃষককে ০৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

This post has already been read 29 times!

Check Also

বারি’তে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে উদ্ভাবনী প্রতিভার খোঁজ এবং তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ কৃষি …