Thursday , August 28 2025

রাজশাহী অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে- কৃষি সচিব

রাজশাহী সংবাদদাতা: বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বিমান যোগে রাজশাহী শাহমখদুম বিমান বন্দরে অবতরন করেন। তিনি সেখান হতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলায় বিএমডিএ কর্তৃক বাস্তবায়িত ‘‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-২ পর্যায়’’ প্রকল্পের সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন ও উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় করেন। সেখানে বৃক্ষের চারা রোপন করেন এরপর উপজেলার হাটপাড়া এলাকায় পদ্মা নদীতে স্থাপিত সরমঙ্গলা ভূ-উপরস্থ সেচ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর গোদাগাড়ী উপজেলার মোহনপুরে ‘‘পার্টনার প্রোগ্রাম’’ কর্তৃক বাস্তবায়িত সৌরশক্তি চালিত সেচযন্ত্রের কার্যক্রম পরিদর্শন করে মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের দেশে সারের সংকট নেই। যথেষ্ট সার মজুদ রয়েছে এবং সরকার সারের জন্য অনেক ভর্তুকি ও কৃষকদের আয় বাড়াতে বিনামূল্যে প্রণোদনা দিচ্ছে। তবে সার ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তা নাহলে  জমি উৎপাদনশীলতা হারাবে এবং ফসল উৎপাদন কমে যাবে।

গোদাগাড়ি উপজেলা পরিদর্শন শেষে রওয়ানা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডি)এর কর্তৃক বাস্তবায়িত ‘‘অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ’’ প্রকল্প-এর আওতায় জোন দপ্তর ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী শেষে সচিব মহোদয় গোমস্তাপুর উপজেলায় অভিমান্যু মৌজায় বিএমডিএ কর্তৃক প্রস্তাবিত ‘‘ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচ কাজে ব্যবহার এবং পরিবেশ  উন্নয়ন’’ প্রকল্প-এর  ইনটেক পয়েন্ট  মকরমপুর ঘাট পরিদর্শন শেষে মচকৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগী কৃষকদের মাঝে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় কৃষকদের উদ্দেশ্যে বলেন, ডাবল লিফটিং পদ্ধতির মাধ্যমে পানির অপচয় রোধ করে সুষম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ( বিএমডিএ) এর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন পানি ব্যবহারে কৃষকদের সঠিক ধারনা প্রদান করে তাদের পাশে থেকে কাজ করার অনুরোধ জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডি)এর অতিরিক্ত সচিব নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম, অতিরিক্ত সচিব পরিকল্পনা অনুবিভাগ মির্জা আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, সরেজমিন উইং এর পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল, সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো. জামাল উদ্দিন, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক (গণযোগাযোগ) মোছা. ফেরদৌসী ইয়াসমিন।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধান, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য, জনপ্রতিনিধি, কৃষক-কৃষণী, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তাগণ সহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

This post has already been read 33 times!

Check Also

সিরাজগঞ্জে উন্নত আউশ ধানের সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

পাবনা সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঁদপুর গ্রামে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত …