Friday , May 9 2025

ঝালকাঠিতে কৃষির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১ জানুয়ারি) খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

অতিরিক্ত উপপরিচালক মো. রিয়াজ উল্লাহ বাহাদুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি, নলছিটির উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, রাজাপুরের উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, কাঠালিয়ার উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক সুব্রত দেউরী, বীজ প্রত্যয়ন অফিসার রেহেনা পারভীন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) গবেষণা সহযোগী ড. মো. শহিদুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা  টিএম মাহবুবুল হাসান প্রমুখ।

সভায় সিমিট বাংলাদেশের পক্ষ হতে কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষকদের কারিগরী সহায়তা বিষয়ক কর্মকান্ড পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন্ প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, চলতি রবি মৌসুমে ডাল, তেল, শাকসবজি এবং বোরো ধানসহ অন্যান্য ফসল আবাদের ক্ষেত্রে প্রযুক্তিগত পরামর্শের জন্য কৃষকদের পাশে থাকা জরুরি। জমিতে উন্নত বীজ এবং  সুসম সার ব্যবহার আর সময়মতো পরিচর্যার বিষয়গুলো নিশ্চিত করতে পারলে ফসলের উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে। এতে কৃষকরা লাভবান হবেন। ফলে চাষে তাদের আগ্রহ বাড়বে।

This post has already been read 3178 times!

Check Also

সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের পুরষ্কার প্রদান

মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র আয়োজনে সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের …