
রাজশাহী সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর আয়োজনে (২৬-২৭ নভেম্বর) কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর কনফারেন্স রুমে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র এর (এআইসিসি) সদস্যদের নিয়ে “আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে তরুণদের ভূমিকা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল, রাজশাহীর আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. মো: মোতালেব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন। প্রধান অতিথি রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান বলেন, কৃষকের দোড়গোড়ায় কৃষি তথ্য পৌঁছে দিতে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপিত হয়েছে। তিনি উপস্থিত প্রত্যেক কৃষি তথ্য ও যোগাযোগ প্রতিনিধিদের প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।
প্রশিক্ষণের ২য় দিনে ঢাকা, খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিস সদর দপ্তরের প্রধান তথ্য অফিসার কৃষিবিদ বি এম রাশেদুল আলম প্রশিক্ষনে তিনি বলেন, প্রশিক্ষণের বিষয়টি সময় উপযোগী বিষয়। তরুণদের উদ্দেশ্য বলেন, নতুন প্রযুক্তি নতুন তথ্য সহজে গ্রহন করতে পারে তরুণরা। তরুণরাই কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এতে করে নিজের কর্মসংস্থান ও অন্যদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতে করে সমাজ এগিয়ে যাবে এবং দেশের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে । এছাড়াও তিনি কৃষি তথ্য সার্ভিসের পরিচিতি, কৃষিকল সেন্টার 16123 অনান্য কার্য়ক্রম তুলে ধরে। দুই দিনের প্রশিক্ষণে গুড এগ্রিকালচার প্যাকটিস (GAP) পরিচিত, অধিক ফলন নিশ্চিত করণে ভালো মানের বীজের গুরুত্ব ও বীজ শোধন প্রক্রিয়া, আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের মাধ্যম সমূহের পরিচিতি ও তরুণদের ভূমিকা। আলুর আধুনিক জাত সমূহ ও উৎপাদন প্রযুক্তি, পুষ্টি চাহিদা পূরণে ফলের ভূমিকা এবং আম ও লিচুর ভালো ফলনে এসময়ে করণীয় এসকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে আগত প্রশিক্ষকগণ প্রানবন্ত পরিবেশে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে প্রশিক্ষনার্থিগণ এআইসিসির কার্যক্রম তুলে ধরেন ও আগামীতে এআইসিসি অন্যান্য সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। উক্ত প্রশিক্ষণের সার্ভিক দায়িত্ব পালন করেন অত্র দপ্তরের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ ফরিদা ইয়াছমিন।

