
নাহিদ বিন রফিক (বরিশাল): বিনাধান-২৬’র মাঠ দিবস রবিবার (১৬ নভেম্বর) বরিশালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বাবুগঞ্জে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম।
বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতত্বি করনে বনিার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়মো খাতুন। বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বনিার র্ফাম ম্যানজোর মৃনাল কুমার শীল, কৃষক গোলাম কবীর প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বনিাধান-২৬ আমনরে উচ্চফলনশীল একটি জাত। এর চালে শতকরা ২৬.৪ ভাগ অ্যামাইলোজ রয়েছে, যা ভাতকে ঝরঝরে রাখে। এছাড়া প্রোটিন আছে ৯.৪ মিলিগ্রাম | হেক্টরপ্রতি এর ফলন ৬ থেকে ৬.৫ মেট্টিক টন । তাই এই জাতটি চাষ করলে কৃষকরা অধিক লাভবান হবেন। এজন্য এবারে বীজ সংরক্ষণ করে আগামী বছর অন্যান্য চাষিদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চলতি বছরে বিনাধান-২৬’র ১ টন বীজ বরিশাল অঞ্চলের বিভিন্ন উপজেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। মাঠ দিবসে অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

