সিলেট সংবাদদাতা: সোমবার (২০ অক্টোবর) সিলেটের কানাইঘাটে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাক সবজির বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার আলম। প্রধান অতিথি বক্তব্যে তিনি সরকারের দেয়া বীজ সঠিকভাবে কাজে লাগানোর কথা বলেন। সকলকে পরিশ্রম করে ফসল ফলানো জন্য বলেন যাতে কোনো জমি অনাবাদি না থাকে। কানাইঘাটের সবজি দিয়ে যেন পুরো সিলেটের চাহিদা মিটানো যায় সেই অভিলক্ষে এগিয়ে যেতে আহবান জানান তিনি এবং বিতরণকৃত বীজের জমি সঠিকভাবে চাষাবাদ হয়েছে কিনা তা সরজমিনে পরিদর্শনের আশা ব্যক্ত করেন।
উপজেলা কৃষি অফিসার বিশ্বজিত রায়ের সঞ্চালনায় প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মোঃ শামসুজ্জামান, কানাইঘাটের উপজেলা
নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।