
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ভাড়ারা ইউনিয়নে বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলের কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পবনা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রাফিউল ইসলাম, পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাকিরুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
মতবিনিময় কালে অতিথিবৃন্দ বলেন, কৃষক মাঠ স্কুলের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তোলা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং প্রশিক্ষনার্থীদের স্মার্ট কৃষকে পরিণত করা। এর জন্য বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে প্রদর্শনী, মাঠ দিবস এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের নতুন প্রযুক্তি, উন্নত বীজ, ফসলের নিবিড়তা, পুষ্টি ও বাজার ব্যবস্থাপনার উপর জ্ঞান ও দক্ষতা প্রদান করা হচ্ছে।
মতবিনিময় শেষে হাতে-কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে পার্টনার ফিল্ড স্কুল সংলগ্ন পার্টনার প্রোগ্রামের অধীন প্রযুক্তি নির্ভর আধুনিক ব্রি ধান১০৩ জাতের ধানের ২ একর প্রদর্শনীর উপর ৫০ জন কৃষক নিয়ে ফিল্ড অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথিবৃন্দ বলেন, ব্রি ধান১০৩ এর জীবনকাল ১২৮-১৩৩ দিন; উপযুক্ত পরিচর্যা করতে পারলে এর ফলন হেক্টরে ৮.০ টন পর্যন্ত পাওয়া সম্ভব; ধানের চাল লম্বা, চিকন, সাদা ও বাজার মূল্য বেশি; রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে কম; গাছ খাটো ও শক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না; খড়ের ফলনও ভালো। এছাড়াও নিরাপদ ফসল উৎপাদন ও পুষ্টি সম্মত খাদ্য গ্রহণ; কৃষি ও গ্রামীণ খাতে উদ্যোক্তাদের উন্নয়ন; উন্নত কৃষি যান্ত্রিকীকরণের ব্যবহার এবং উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।