📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বরিশালে অনুষ্ঠিত বাংলাদেশের কৃষি রুপান্তর ২০৫০ বিষয়ক কর্মশালায় কৃষি সচিব

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের কৃষি রুপান্তর ২০৫০ বিষয়ক কর্মশালা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর বান্দ রোডে অবস্থিত হোটেল গ্রান্ড পার্কের হলরুমে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মো. আহসান হাবীব। গেস্ট অব অনার হিসেবে ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ২০৫০ সালের কৃষিকে কীভাবে এগিয়ে নিতে হবে তা এখন থেকেই ভাবতে হবে। একই সাথে উৎপাদিত খাবার যেন নিরাপদ হয় সে বিষয়টিও লক্ষ্য রাখা জরুরি। আর তা বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি সুদৃঢ় হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরে নিরাপদ উপায়ে উৎপাদিত ২৭ লাখ মেট্টিক টন আমের মধ্যে ২ হাজার ৩ শত মেট্টিক টন রফতানি করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, যেহেতু দিন দিন কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, তাই কৃষিতে যান্ত্রিকীকরণের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফএও রিপ্রেজেন্টেটিভ সুস্মিতা বনিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা, ফরিদপুর সদরের পেঁয়াজ বীজ উৎপাদনকারী শাহিদা বেগম, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃষক মোহাম্মদ খোকন প্রমুখ।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং বীজ উৎপদনকারী মিলে শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন