Tuesday , September 16 2025

পাবনায় কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মো.. গোলাম আরিফ (পাবনা) : কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ০২ দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপপরিচালকের কার্যালয়, পাবনা খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল।

প্রধান অতিথি বক্তব্যকালে অতিরিক্ত পরিচালক বলেন, মানবদেহে পুষ্টিসমৃদ্ধ খাবারের গুরুত্ব অপরিসীম। কারণ, এটি দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মানসিক ও শারীরিক বিকাশ এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য। পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য গ্রহণ যেমন মানবদেহে বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে, তেমন শরীরকে সঠিকভাবে কাজ করতে, সুস্থ রাখতে ও জীবনমান উন্নত করতে সাহায্য করে।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমানে ফসল উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবহার হচ্ছে। এতে একদিকে যেমন অর্থের অপচয়, অন্যদিকে অনিরাপদ ফসল উৎপাদন হচ্ছে। যা মানব শরীরে প্রভাব বিস্তার করছে। এজন্য আমাদের নিরাপদ, বানিজ্যিক, রপ্তানীমূখী ফসল উৎপাদনের দিকে বিশেষ নজর দিতে হবে। পুষ্টিসমৃদ্ধ খাবার উৎপাদনে উন্নত প্রযুক্তির ব্যবহার, জৈব সার ও সঠিক কীটনাশকের ব্যবহার, মাটির উর্বরতা বৃদ্ধি, পারিবারিক পর্যায়ে সচেতনতা এবং পুষ্টিমান বৃদ্ধি করে এমন জাতীয় ফসলের ব্যবহারে প্রতি গুরুত্ব দেন। ০২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে আহরিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের কৃষিকে সমৃদ্ধ করতে উপস্থিত কৃষি কর্মকর্তাদের আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষিবিদ মো. রাফিউল ইসলাম, অতি. উপপরিচালক (শস্য) এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম; অতি. উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. নুরে আলম ও অত্র প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. শামিম শেখ। ০২ দিনব্যাপী প্রশিক্ষণে পাবনা জেলার ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 24 times!

Check Also

পাবনা’র বেড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা’র বেড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ …