📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

মৎস্য রক্ষা ও টেকসই ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে হবে -সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা:“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যকে  সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মৎস্যসম্পদের সুরক্ষা, এর স্থায়ী ব্যবহার এবং পুষ্টি ও জাতীয় অর্থনীতিতে অবদান বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য  বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

২০ আগস্ট (বুধবার) সকাল ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম-এর নেতৃত্বে মাৎস্যবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। র‍্যালিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মৎস্যসম্পদের গুরুত্ব এবং মৎস্যজীবী সম্প্রদায়ের অবদান তুলে ধরেন। র‍্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পুকুর পাড়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আলোচনা সভায় মাৎস্যচাষ বিভাগের প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, দেশীয় মৎস্যসম্পদ আমাদের পুষ্টি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। জাতির প্রোটিন চাহিদা পূরণে মাছ একটি গুরুত্বপূর্ণ উৎস। সরকার মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই উদ্যোগগুলো সফল করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ আমাদের জন্য কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি অঙ্গীকার—আমরা মৎস্যসম্পদ রক্ষা করব, টেকসই ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ মৎস্যসম্পদ ভাণ্ডার রেখে যাব।

 বরং এটি একটি অঙ্গীকার—আমরা মৎস্যসম্পদ রক্ষা করব, টেকসই ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ মৎস্যসম্পদ ভাণ্ডার রেখে যাব।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল…

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের…