
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ইন্টার্ণ রিপোর্ট রাইটিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. মাহবুব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও দিনব্যাপী প্রশিক্ষণের রিসোর্স পারসন প্রফেসর ড. সালমা আকতার এবং ইন্টার্ণশিপ কো-অর্ডিনেটর কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন।
দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই অভিজ্ঞতাকে সঠিকভাবে নথিভুক্ত ও উপস্থাপনের জন্য মানসম্মত ইন্টার্ন রিপোর্ট রাইটিং অত্যন্ত জরুরি। একটি ভালো ইন্টার্ন রিপোর্ট শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা, বিশ্লেষণ দক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষায় এই রিপোর্ট শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, রিপোর্ট লেখার ক্ষেত্রে ভাষার শুদ্ধতা, তথ্যের নির্ভুলতা, গবেষণাভিত্তিক বিশ্লেষণ ও নৈতিকতা বজায় রাখা আবশ্যক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্ব শিক্ষার্থীদের এই বিষয়ে যথাযথ দিকনির্দেশনা প্রদান করা। ইন্টার্ন রিপোর্ট রাইটিং সংক্রান্ত প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীরা আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামুখী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠবে।
প্রশিক্ষণে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



