
সিকৃবি সংবাদদাতা: হিটপ্রজেক্ট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ আয়োজনে “দক্ষিণ এশিয়া অঞ্চলের উচ্চশিক্ষার অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা বিষয়ক আঞ্চলিক সম্মেলন” ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে পাকিস্থান, শ্রীলঙ্কার প্রতিনিধিসহ বাংলাদেশের বিভিন্ন উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিনির্ধারক, বিভিন্ন পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষাবিদ, গবেষক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন জোরদারকরণ, আন্তর্জাতিক সহযোগিতা, ডিজিটাল শিক্ষা, শিক্ষায় অন্তর্ভুক্তিমূলকতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তারা উচ্চশিক্ষার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে টেকসই ও যুগোপযোগী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য নীতিগত সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।



