
সিকৃবি সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শোকবই খোলা হয়েছে। ৫ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এই শোক বইয়ে স্বাক্ষর করার মধ্য দিয়ে শোক বইয়ে সকলের অনুভূতি ব্যক্ত করার জন্য উন্মুক্ত করেন।
এ সময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বেগম খালেদা জিয়া দেশের শিক্ষাঙ্গনে অপরিসীম অবদান রেখেছেন।
বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে খোলা শোক বই প্রশাসন ভবনের নিচতলায় রাখা হয়েছে।



