
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে আন্তঃহল ভলিবল ও ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ (ছাত্র-ছাত্রী)। ১৮ জানুয়ারি (রবিবার) সপ্তাহব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ এর সঞ্চালনায় এবং টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির সভাপতি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ভলিবল ও ব্যাডমিন্টন খেলায় ছেলে ও মেয়েদের ৭টি হলের হলভিত্তিক টিম রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, প্রযুক্তির বিস্তার এবং জীবনমানের উন্নতির ফলে আমাদের জীবনযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, আমরা যদি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি কিংবা মানসিকভাবে চাপগ্রস্ত থাকি, তাহলে উন্নয়নের সুফল ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমাদের সকলকে—বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের-খেলাধুলা, ব্যায়াম এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের প্রতি আরও যত্নবান হতে হবে।



