Saturday , August 23 2025

সিভাসুতে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সিভাসু সংবাদদাতা: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে শুক্রবার (২২ আগষ্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত হয় এক বর্নাঢ্য শোভাযাত্রা।

উক্ত শোভাযাত্রায় উপস্হিত ছিলেন সিভাসু এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, সিভাসু মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা- কর্মচারী, মৎস্য অধিদপ্তরের ঢাকা ও চট্টগ্রামের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং মৎস্য সেক্টরের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

শোভাযাত্রা শেষে মৎস্য অধিদপ্তরের আয়োজনে সিভাসু অডিটোরিয়ামে মৎস্য সেক্টরের বিভিন্ন অংশীদারদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য দেশব্যপী ১৮-২৪ আগষ্ট বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদযাপিত হচ্ছে মৎস্য সপ্তাহ ২০২৫, যার এবারের প্রতিপাদ্য “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।

This post has already been read 57 times!

Check Also

বাকৃবিতে বিপুল ভোটে শিক্ষার্থীদের সমর্থন পেল কম্বাইন্ড ডিগ্রি

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবির সুষ্ঠু …