Thursday , August 21 2025

সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মালয়েশিয়ায় ইন্টার্নশিপ যাত্রা

সিভাসু সংবাদদাতা : চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের ৯ম ব্যাচের ৩৯ জন শিক্ষার্থী মালয়েশিয়ার তেরেনগানু বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। তারা আগামী ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে এক্সটার্নশিপ কার্যক্রমে অংশ নেবে।

এই ইন্টার্নশিপ কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে গাইড হিসেবে রয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক প্রফেসর ড. ইশরাত জাহান আঁকা। যাত্রার প্রাক্কালে শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মহিউদ্দিন জাহাঙ্গীর এবং অনুষদের ডীন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ। তারা শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে শুভকামনা জানান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অভিজ্ঞতা অর্জনের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান।

উল্লেখ্য, সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদই বাংলাদেশে সর্বপ্রথম তিন মাস মেয়াদি ইন্টার্নশিপ কার্যক্রম চালু করে। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা দেশে দুই মাস এবং বিদেশে এক মাস হাতে-কলমে কাজ করার সুযোগ পান। এর ফলে শিক্ষার্থীরা শুধু দেশের নয়, বৈশ্বিক পর্যায়েও ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ লাভ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ ধরণের কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মৎস্যশিক্ষা ও গবেষণাকে আরও সুদৃঢ় করবে।

This post has already been read 72 times!

Check Also

সিকৃবিতে শুভ জন্মাষ্টমী উদযাপন

সিকৃবি সংবাদদাতা: শুভ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ণাঢ্য শোভাযাত্রার …