📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

তালতলীতে এসএসিপি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিভনেস প্রজেক্ট এর আওতায় উচ্চমূল্যের ফসল লাউ এর চাষ নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ আগস্ট বিকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহালা এলাকায় লালতীরের ডায়না জাতের লাউ প্রদর্শনী মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের রিজিওনাল অফিসার জনাব রিফাত শিকদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ সিএম রেজাউল করিম।

বক্তারা বলেন,কৃষকের পারিবারিক চাহিদা পূরন ও  দৈনন্দিন জীবনমান পরিবর্তনের জন্য উচ্চমূল্যের ফসল চাষ করা প্রয়োজন।প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যম  কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। উচ্চমূল্যের ফসলের চাষের মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরন কমানো সম্ভব হবে বলেও তারা মত দেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন