পাবনা সংবাদদাতা: পেঁয়াজের অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে পাবনার সবচেয়ে বড় বনগ্রাম বাজারে সোমবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘মামা ভাগনে আড়ত’-কে প্রকাশিত খরচ তালিকায় খাজনা ও ব্যাগপ্রতি খরচ উল্লেখ না করা এবং ৪১ কেজিতে মণ হিসাবে ক্রয় করার অভিযোগে সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পেয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে কৃষকরা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে পেয়াজে আর্দ্রতা বেড়ে যাওয়ায় পচন বৃদ্ধি পেয়েছে। বাজার কমিটির সভাপতি মূল্য তালিকা মেনে চলার আশ্বাস দেন।
এছাড়া নিম্নমানের শিশু খাদ্য ও ভাউচারবিহীন সিগারেট বিক্রির অপরাধে ‘তনয় স্টোর’-এর মালিক তপন সাহাকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডিমের দাম বৃদ্ধি ও ভাউচার না থাকার কারণে একই বাজারের দুটি দোকানসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জনসার্থে এমন অভিযান চলমান থাকবে।