Sunday 19th of May 2024
Home / আঞ্চলিক কৃষি / ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে নারিকেলচারা বিতরণ

ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে নারিকেলচারা বিতরণ

Published at জুন ২২, ২০২৩

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে নারিকেলচারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২২ জুন) উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারিকেল চাষে উদ্বুদ্ধ করতেই এই ধরনের প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই উপকারভোগীরা যেন শতভাগ নারিকেলচারা রোপণ করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটান। তবেই সরকারে এ উদ্যোগ সফল হবে।

উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ জানান, এই কর্মসূচি আওতায় উপজেলায় ৮ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনামুল্যে ৫ টি করে মোট ৪ হাজার নারিকেলচারা  বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুইশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

This post has already been read 934 times!