Thursday , July 3 2025

বরিশালে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশালে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার চিন্ময় রায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি)  মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা)  ভারপ্রাপ্ত ড. ছয়েমা খাতুন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ঊর্ধ্বতন প্রশিক্ষক যুথিকা পাল, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গনপতি,  বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহী, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, আদর্শ কিষাণী মাকসুদা বেগম প্রমুখ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, মৌসুমভিত্তিক কৃষিপরিকল্পনার ক্ষেত্রে সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাই ফসলের উৎপাদনশীলতা বাড়ানো দরকার। পাশাপাশি প্রয়োজন পুষ্টি ও নিরাপদ খাদ্যের বিষয়েও নজর দেওয়া। তাহলেই আমরা সফলকাম হবো।

অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4800 times!

Check Also

ধান চাষে কৃষকের পাশে ব্রি, ২৪ ঘণ্টার কলসেন্টার সেবা চালু

গাজীপুর সংবাদদাতা: ধান উৎপাদনে সার ব্যবস্থাপনা, আগাছা দমন, বালাই ব্যবস্থাপনা কিংবা সেচ সংক্রান্ত যাবতীয় পরামর্শ …