Monday 29th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / ঝালকাঠির কাঠালিয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published at জুন ১৩, ২০২১

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১০ জুন এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের পরিচালক এ কে এম মনিরুল আলম। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মো. শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইব্রাহিম প্রমুখ।

প্রধান অতিথি উচ্চমূল্যের ফসল চাষের জন্য কৃষকদের পরামর্শ দেন। দক্ষিণাঞ্চলে চাষ উপযোগি মাল্টা ও ড্রাগন ফল আবাদেরও আহবান জানান। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি ভার্মিকম্পোস্টের প্রদর্শনী এবং পারিবারিক সবজি পুষ্টিবাগান পরিদর্শন করেন।

This post has already been read 2740 times!