Friday , May 23 2025

ধান চাষের পাশাপাশি দরকার শস্যের বহুমুখীকরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): কেবল ধান চাষ করলেই হবে না। সে সাথে দরকার শস্যের বহুমুখীকরণ। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে চাষিরা কৃষিতে ঝাঁপিয়ে পড়েছিল। সে দেশ আজ শুধু দানাশস্যে স্বয়ংসম্পূর্ণ নয়। হয়েছে খাদ্যউদ্বৃত্তের দেশে পরিণত। পাশাপাশি কমেছে আমদানিনির্ভরতা।তিনি আরো বলেন, মেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে উৎসাহিত ও সচেতন করা। তাই এর মাধ্যমে কৃষিকাজ আরো সম্প্রসারিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) কৃষি অফিসের উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চিন্ময় রায় এবং উপজেলার  চেয়ারম্যান  এ্যাডভোকেট এম. মতিউর রহমান।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার  হুমায়রা সিদ্দিকা, উপজেলা  ভাইস-চেয়ারম্যান  রুহুল আমিন বাঘা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান,  কৃষক প্রতিনিধি আ. আজিজ হাওলাদার প্রমুখ।

উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে ভান্ডারিয়ার উপজেলার  চেয়ারম্যান  মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (ডিএই অঙ্গ) অর্থায়নে আযোজিত এ মেলায় ২০ টি স্টল স্থাপন করা হয়। এতে বঙ্গবন্ধুর অবদানসহ কৃষিতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি স্থান পায়। মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।

This post has already been read 4302 times!

Check Also

সিলেটে শ্রেষ্ঠ তেলবীজ উৎপাদনকারী কৃষকদের পুরস্কার প্রদান

সিলেট সংবাদদাতা: তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় সিলেটে …