
আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর সদর ফরিদপুরের আয়োজনে। (১৩ই জানুয়ারি) মঙ্গলবার, ৩ নং নর্থচ্যানেল ইউনিয়নের জমিরউদ্দীন মাতব্বরডাঙ্গী গ্রামে মুড়িকাটা ও গ্রীষ্মকালীন পেঁয়াজের এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
শস্য নমুনা কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএই, ফরিদপুর জেলার উপপরিচালক, মোঃ শাহাদুজ্জামান; অতিরিক্ত উপপরিচালক (পিপি) আবুল হোসেন মিয়া; অতিরিক্ত পরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন; উপজেলা কৃষি অফিসার, মো. আনোয়ার হোসেন। এছাড়াও কৃষি তথ্য সার্ভিস বরিশালের কর্মকর্তা, আসাদুল্লাহ এবং উপসহকারি কৃষি কর্মকর্তা, ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
নমুনা শস্য কর্তন সম্পন্ন করা হয় পর গ্রীষ্মকালীন বিপ্লব জাতের পেঁয়াজ, বিঘা প্রতি ১৬৮ মন এবং হেক্টর প্রতি ফলন ৫০.৫৯ মে. টন এবং লালতীর কিং জাতের মুড়িকাটা পেঁয়াজ, হেক্টর প্রতি ২১.১৪ মে.টন ফলন পাওয়া গিয়েছে।
ফলন ভালো হওয়ায় নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত কৃষক সকলেই খুব খুশি এবং পরবর্তী মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।



