📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বাকৃবিতে প্রাণ ফিরেছে, শিক্ষার্থীদের মুখে স্বস্তি ও শঙ্কা দুটোই রয়েছে!

বাকৃবি সংবাদদাতা: প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় শুরু  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল একাডেমিক কার্যক্রম।এর আগে, গত ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলসমূহে উঠতে শুরু করেছে।

রোববার (৫ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কিছুটা বেড়েছে। বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের আসতে দেখা গেছে। তবে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ বন্ধের কারণে সেশনজটের শঙ্কায় রয়েছেন তারা। আর শিক্ষকরা বলছেন, শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষের মধ্যে সমন্বয় হলে দ্রুত ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব।

এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোনিয়া সেহেলী বলেন, হল খোলার পর আজ থেকে ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী মুখর হয়ে উঠেছে। সেশনজটের কিছুটা আশঙ্কা থাকলেও ছাত্র শিক্ষক বসে সমন্বয় করে নিলে বেশি প্রভাব পড়বে না।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী কাজী ফারাহ বলেন, “দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় ভালো লাগছে। তবে আমরা বড় ধরনের সেশনজটের শঙ্কায় আছি। ভেটেরিনারি অনুষদের পড়াশোনা মূলত ব্যবহারিকনির্ভর। এই দীর্ঘ ছুটিতে আমাদের ল্যাব ও ক্লিনিক্যাল ক্লাসগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অতিরিক্ত ক্লাস ও পরীক্ষার চাপে পড়াশোনার মান ধরে রাখা কঠিন হবে।”

একই ধরনের উদ্বেগ প্রকাশ করে কৃষি অনুষদের আরেক শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় খোলায় আমরা আনন্দিত, তবে প্রায় এক মাসের এই বন্ধে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা কীভাবে পূরণ হবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। হঠাৎ হল ছাড়তে হওয়ায় এবং আবার ফিরে আসায় আমাদের অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে। আশা করি, শিক্ষকরা আমাদের অবস্থা বিবেচনা করে রুটিন তৈরি করবেন যাতে আমরা অতিরিক্ত চাপের শিকার না হই।”

এর আগে, বিগত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে হল খোলা ও ক্লাস পরীক্ষা শুরুর বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভার পর সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল এবং শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক ঘোষণা করবেন। এ ছাড়া শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে আবাসিক হলে উঠতে পারবেন। ২৩ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল…

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের…