📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বরিশালে শিক্ষার্থীদের মাঝে লেবু চারা বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): সবুজে থাকি সবুজে বাঁচি, তারুণ্যের স্বপ্ন বুনি- এই শ্লোগানের মধ্য দিয়ে বরিশালে বিনার উদ্যোগে উদযাপন হলো তারুণ্যের উৎসব ২০২৫। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীদের মাঝে বিনা উদ্ভাবিত উন্নত জাতের লেবু চারা বিতরণ করা হয়।

এর আগে লেবুর অংগজ বংশ বিস্তারের পাশাপাশি এর রোপণ পদ্ধতি, সার প্রয়োগ, পরিচর্যা এবং বালাই ব্যবস্থানা বিষয়ে তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার। আর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রভাষক মো. আবু হেনা মোস্তফা তমাল এবং প্রভাষক ফাহিমা মাহবুব। অনুষ্ঠান শেষে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে বিনালেবু-১’র চারা বিতরণ করা হয়। এর আগে ছাত্ররা বিনার গবেষণা মাঠসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল…

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের…