বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া দক্ষিণ কোরিয়ায় গ্লোবাল হাই-টেক ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক (জিএইচএএন) বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়। তিনদিনব্যাপী এই কর্মশালা আজ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
জিএইচএএন রাউন্ডটেবিল প্যানেল আলোচনা পর্বে, অধ্যাপক ড. ভূঁইয়া দক্ষিণ এশিয়া আঞ্চলিক হাবের জন্য বাকৃবির প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় উচ্চ-প্রযুক্তি ও টেকসই কৃষির প্রচার এবং জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ক বিষয়গুলোর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
এছাড়াও বাকৃবির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. শামসুল আলম ভূঁইয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মুজিবুর রহমানও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, জিএইচএএন হলো কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও জলবায়ু-বান্ধব পদ্ধতির একটি শিক্ষামূলক ও গবেষণামূলক প্ল্যাটফর্ম যা জলবায়ু-বান্ধব, টেকসই কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছে।