
নিজস্ব প্রতিবেদক: দেশের পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ শিল্পে স্বনামধন্য প্রতিষ্ঠান তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কেয়ার ফিড) -এ যোগ দিলেন খাতের অভিজ্ঞ ও সুপরিচিত ব্যক্তিত্ব এম. এ. মালেক। তিনি প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কাজী শহীদুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার হিসেবে মো. রায়হান ইসলামও যোগ দিয়েছেন। তাঁদের যোগদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত নেতৃত্ব কাঠামো লাভ করেছে।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রীতে (বাড়ী#২৮, রাস্তা# ০২, ব্লক#সি, বনশ্রী, ঢাকা) অবস্থিত কোম্পানির নিজস্ব ভবনে এক আন্তরিক ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিন নতুন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় তামিম এগ্রো পরিবার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান আলী, নির্বাহী পরিচালক মো. কামরুল হাসান পি এইস ডি, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড এডমিন) মো. নাঈম হাসান রুপম, পরিচালক (প্রকীউরমেনট) মো. সায়েম হাসান, পরিচালক (সেলস & মাকেটিং) মোহামমদ আরিফুর রহমান, ডিজিএম (সেলস) ডা. মো. রওশন আলম, এজিএম (এডমিন) মো. ওয়াজিউদ্দিন আহমেদ লিয়নসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত উচ্চপদস্থ সেলস অফিসারবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ছিল একে অপরের সাথে পরিচয় পর্ব। পরে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে নবীন কর্মকর্তাদের বরণ করে নেয়া হয়। এতে সেলস টীমের সদস্যরা নিজেদের দায়িত্ব সম্পর্কে নতুন করে অনুপ্রাণিত হন।
চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান আলী নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “দেশের পোলট্রি সেক্টরে ফিড ও চিকস ছাড়াও আরও নানা খাতে আমাদের ব্যবসা রয়েছে। আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল সেলস টীমের জন্য একজন অভিজ্ঞ, কর্মদক্ষ ও অনুপ্রেরণাদায়ী নেতা নিয়ে আসা। আজ এম.এ. মালেককে যুক্ত করতে পেরে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। তাঁকে অনেকদিন ধরেই আমরা আমাদের দলে চাইছিলাম।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে আমাদের সেলস টীম আরও শক্তিশালী হবে এবং তামিম এগ্রো নতুন উচ্চতায় পৌঁছাবে। আপনাদের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই এই সাফল্য সম্ভব হবে। কোম্পানির পক্ষ থেকে প্রতিটি ক্ষেত্রে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
আলহাজ্ব মো. শাহজাহান আলী আরো বলেন, “আমরা আগামী দিনে ফিড ও বাচ্চার গুণগত মান এবং সেবার ক্ষেত্রে আরও বেশি যত্নবান হবো। খামারিরা যেন সেরা সেবা পান সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
প্রধান পরিচালন কর্মকর্তা এম. এ. মালেক তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগঘন কণ্ঠে বলেন, “আজ আমার জীবনের একটি বিশেষ দিন। আমি অত্যন্ত সম্মানিত ও সৌভাগ্যবান যে, এমন একটি শক্তিশালী ম্যানেজমেন্টের অংশ হতে পেরেছি। প্রায় ২৮ বছরের দীর্ঘ কর্মজীবনে আমি দেশের পোলট্রি ও ফিড সেক্টরে কাজ করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি— শিখেছি সততা সাফল্যের মূলভিত্তি, শিখেছি গ্রাহকের আস্থা একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন, আর শিখেছি দলগত প্রচেষ্টা ছাড়া বড় কোনো কিছু সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তামিম এগ্রোর অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে।”

তিনি তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “আমার প্রথম লক্ষ্য হবে কেয়ার ফিডকে বাংলাদেশের সেরা মানের ফিডে পরিণত করা। দ্বিতীয় লক্ষ্য প্রতিটি খামারি ও ডিলারের অকৃত্রিম আস্থা অর্জন করা। আর তৃতীয় লক্ষ্য হলো কেয়ার ফিডকে আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। আমরা যদি সবাই একসাথে কাজ করি, তবে এই লক্ষ্য অর্জন অবশ্যই সম্ভব হবে।”

জেনারেল ম্যানেজার কাজী শহীদুজ্জামান বলেন, “ইনশাল্লাহ আমরা সবাই একসাথে কাজ করবো এবং তামিম ফিডকে আরও এগিয়ে নিয়ে যাবো। আমরা একটি পরিবার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে কোম্পানিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবো।”
সিনিয়র ম্যানেজার মো. রায়হান ইসলামও নবীন টীমের হয়ে কাজের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কোম্পানির সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দেয়ার আশ্বাস দেন।
তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন এই নেতৃত্বে যাত্রা শুরু করায় শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শুধু একটি কোম্পানির পরিবর্তন নয়; বরং দেশের পোলট্রি খাতের সামগ্রিক অগ্রগতির জন্যও একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। নতুন নেতৃত্বের সমন্বয় এবং অভিজ্ঞতা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, কেয়ার ফিড তামিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধর দেশের ফিড সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছেন।