Thursday , September 11 2025

পাবনা’র বেড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা’র বেড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গত মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনার বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ নুসরাত কবীর, উপজেলা কৃষি অফিসার, বেড়া, পাবনা। এছাড়াও মো. আবদুল ওয়াহাব, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বেড়া উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিবৃন্দ বলেন, মাষকলাই হলো উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ ডাল ফসল। এটি ডাল ও পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মাষকলাই খরা সহিষ্ণু ও শক্ত হওয়ায় বিভিন্ন ধরনের মাটিতে এবং আবহাওয়ায় চাষ করা যায়, যা কৃষকদের লাভবান হতে সাহায্য করে। সবুজ সার হিসেবেও এটি মাটির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ ও কৃষির জন্য উপকার করে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় উৎপাদন খরচ কম হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর বেড়া, পাবনা’র আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৬০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। এ সময় প্রতিজন কৃষকদের মাঝে বারি মাসকলাই-৩ জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

কৃষকরা জানান, বিনামূল্যের এ সহায়তা তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এতে উৎপাদন খরচ কমবে এবং লাভবান হওয়া যাবে।

This post has already been read 39 times!

Check Also

রাজশাহী অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে- কৃষি সচিব

রাজশাহী সংবাদদাতা: বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ …