Thursday , August 21 2025

আউশের বিনাধান-১৯ নিয়ে বরিশালের গৌরনদীতে মাঠ দিবস

নাহিদ বিন রফিক (বরিশাল) : আউশের বিনাধান-১৯ নিয়ে বরিশালের গৌরনদীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) উপজেলার খাঞ্জাপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা নুপুর মজুমদার, কৃষক সবুজ হাওলাদার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মাঠ দিবসে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতাধীন ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিনা উদ্ভাবিত এই জাতটি খরাসহিষ্ণু। জীবনকালও কম। ৯৫ থেকে ১০০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। এর ভাত ঝুরঝুরে হয়। খেতেও সুস্বাদু। হেক্টরপ্রতি এর ফলন প্রায় ৪ টন। তাই আউশ মৌসুমে এই জাতের ধান চাষ করে কৃষকরা লাভবান হবেন।

This post has already been read 18 times!

Check Also

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সমুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই …