Saturday , August 2 2025

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের

নিজস্ব প্রতিবেদক: “দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই) ভুটানের থিম্পুতে।

তিন দিনব্যাপী এই কর্মশালাটি সার্ক কৃষি কেন্দ্র (SAC), ঢাকা, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উন্নযন সংস্থা ওয়েলথ হাঙ্গার হিলফি (Welthungerhilfe)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। কর্মশালার লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান কৃষিবান্ধব নীতি, কর্মসূচি ও বাস্তবচর্চা মূল্যায়ন করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এর বিস্তার ত্বরান্বিত করার উপায় নির্ধারণ করা।

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা- এই পাঁচটি সার্ক সদস্য দেশের প্রতিনিধি, কৃষি ও পরিবেশবিষয়ক গবেষক, শিক্ষাবিদ, আন্তর্জাতিক ও দেশীয় বক্তা এবং প্যানেলিস্টরা এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব থিনলে নামগেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমাদ তরফদার এবং ভুটানের কৃষি বিভাগের পরিচালক ইয়োনটেন গিয়ামতশো।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। কর্মশালায় সার্কভুক্ত দেশসমূহের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ দিনে দক্ষিণ এশিয়ার কৃষি-খাদ্য ব্যবস্থার পরিবেশবান্ধব কৃষি বিষয়ক রূপান্তর ত্বরান্বিত করতে একটি নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আশা করা যাচ্ছে।

This post has already been read 66 times!

Check Also

শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “শ্রমিকরাই এই দেশের মূল চালিকাশক্তি। আপনাদের …