
আসাদুল্লাহ (ফরিদপুর): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), ফরিদপুর জেলার বিভাগীয় মাসিক সভা আজ সোমবার (৫ জানুয়ারি) নগরীর খামারবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান।
সভা শুরুর পর উপজেলা ভিত্তিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে এজেন্ডা উপস্থাপন করা হয়। এজেন্ডা উপস্থাপন করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. জাহীদুল আলম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. ফরহাদুল মিরাজ এবং অতিরিক্ত উপপরিচালক (পিপি) আবুল হোসেন মিয়া।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা ভিত্তিক সারের প্রকৃত চাহিদা নিরূপণ করে তা যথাসময়ে প্রেরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সারের বরাদ্দ, উত্তোলন ও মজুদ পরিস্থিতির প্রতিবেদন নিয়মিতভাবে দাখিল, ভেজাল সারের নমুনা সংক্রান্ত রিপোর্ট জমা প্রদান এবং সারমূল্য মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া উপজেলার কৃষি উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় ফরিদপুর জেলার সকল উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের মোট ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।



