
নিজস্ব প্রতিবেদক : আদিয়ান এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জামিল হোসেনের মাতা আজ বিকাল তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বিশেষ করে তিনি হার্ট ফেইলিওরের রোগী ছিলেন। পেশাগত জীবনে তিনি একজন গৃহিণী ছিলেন এবং পারিবারিক জীবনে ছিলেন স্নেহশীল ও ধর্মপরায়ণ।
মরহুমা তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নাতি-নাতনির সংখ্যা ৩৬ জন। ডা. মো. জামিল হোসেন মরহুমার ষষ্ঠ সন্তান ও ছোট ছেলে।
মরহুমার জানাজা আগামী ৪ জানুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ১০টায় জামালপুর জেলার মেলান্দহে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।



