
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ বিকাল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মো. আফসার আলী, সভাপতি শফিউল হোসেন আরিফ, মহাসচিব শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ নন-ক্যাডার এসোসিয়েশনের মহাসচিব রাজ্জাক সরদারসহ বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ড্রাইভার এসোসিয়েশন ও ড্রেসার এসোসিয়েশনের নেতারাও অংশ নেন। দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।



