
নিজস্ব প্রতিবেদক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরষ্কার ২০২৫ পেলেন মু. ফয়জুল আলম সিদ্দিক (ফয়জুল সিদ্দিকী)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর টিআইবি কার্যালায়ের মেঘমালা সম্মেলন কক্ষে , তার হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান ইফতেখারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাংবাদিকেরা।
টিআইবির তথ্য অনুসারে, ৩ হাজার ২৫ কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের মহাদুর্নীতি নিয়ে গেল বছর যন্ত্রের যাতাকলে কৃষক শীর্ষক একটি ৪৩ মিনিটের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন। যা চ্যানেল টোয়েন্টিফোরের সার্চলাইট অনুষ্ঠানে প্রচারিত হয়। এই প্রতিবেদনটি ডুকুমেন্টারি ক্যাটেগরিতে এবারের পুরস্কার জিতে।
এই প্রতিবেদন প্রচারিত হবার পর, টনক নরে কৃষি মন্ত্রণালয়ের। তদন্তে প্রমাণ মেলায় তাৎক্ষনিক ভাবে তৎকালিন প্রকল্প পরিচালক তারেক মাহমুদুল ইসলামসহ ৮ জন বিসিএস কৃষি ক্যাডার অফিসার ও একজন হিসাব সংরক্ষক চাকরি থেকে বরখাস্ত হয়। এছাড়া ৪৮ জন কৃষি অফিসারের বিরুদ্ধে দুদুকে মামলা হয়।
এই প্রতিবেদনকে আমলে নিয়ে অডিট অধিদপ্তর নিরীক্ষা চালিয়ে ১৭১৫ কোটি টাকার খরচের গরমিল পায়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে গেল ২৬ বছর ধরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দিচ্ছেন তারা।
বলেন, গেল বছরের সেরা রিপোর্টগুলোকে যাচাই বাছাই করে সেরাদের সেরা প্রতিবেদনগুলোকে পুরস্কার দেয়া হয়েছে।
বর্তমানে স্টার নিউজের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক ফয়জুল সিদ্দিকী জানান, ভালো কাজের এমন স্বীকৃতি তাকে আরও মানসম্পন্ন প্রতিবেদন তৈরিতে উৎসাহী করবে।
তিনি বলেন, কৃষিতে অনেক বড় বড় দুর্নীতি হয় কিন্তু সেভাবে মিডিয়ায় উঠে আসে না। যন্ত্রের যাতাকলে কৃষক রিপোর্টির মাধ্যমে কৃষি খাতে দুর্নীতিতে জড়িত কর্মকর্তা কর্মচারিদের মুখোশ উম্মোচন হয়েছে।
১৯৯৭ সাল থেকে অনুসন্ধানী সাংবাদিকতায় জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকদের এই পুরস্কার দিচ্ছে টিআইবি।
এবছর মোট ৪ ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।



