Friday , July 4 2025

ঝালকাঠির বিকেসিএস মাধ্যমিক বিদ্যালয়ে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে জেলার নলছিটি উপজেলার বিকেসিএস মাধ্যমিক বিদ্যালয়ের শেণিকক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান। সিমিট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. জিয়াউল হক হাওলাদার, বিদ্যালয়ের শিক্ষার্থী  জিনিয়া খানম, আবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৮ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিজয়ীরা হলো- দশম শ্রেণির ছাত্রী মোসা. ছুমাইয়া আক্তার, মো. আবির হোসেন, শাহিদা আক্তার অনন্যা, জিনিয়া খানম, বিথী আক্তার, আনিশা তাছনিম, এম আর নাবিল ও আনিশা তানজীম।  অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

This post has already been read 1012 times!

Check Also

বিশ্বে প্রতিবছর রোডক্র্যাশে নিহত হয় ১১ লক্ষ ৯০ হাজার সড়ক ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছরে বিশ্বে রোডক্র্যাশে ১১ লক্ষ ৯০ হাজার সড়ক …