📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বায়লাখালী গ্রামের দেলোয়ারা এগ্রো ট্রেনিং সেন্টারে এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার ইভা আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. রফিকুল ইসলাম, দেলোয়ারা এগ্রো ট্রেনিং সেন্টারের সত্বাধিকারী মো. আবু বকর সুমন, কৃষক সুমন মল্লিক প্রমুখ।

কৃষি তথ্য সার্ভিস আয়োজিত এই অনুষ্ঠানে চার শতাধিক দর্শক অংশগ্রহণ করেন। সিনেমা প্রদর্শনে আগত দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে ৫ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন- মো. রেজাউল করিম, মো. মামুন হোসেন, আলেয়া বেগম, মো. সুমন মল্লিক এবং মো. গোলাম ফারুক।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত…