📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

রাজশাহীতে কৃষি উপদেষ্টার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষিবিদ মো. শরিফুল ইসলাম (রাজশাহী) : রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম, এনডিসি, পিএসসি (অব.)-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টা মিনিটে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি (অতিরিক্ত সচিব), বিএমডিএ চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালকসহ রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেন, এক সময় সাত কোটি মানুষের খাদ্যের যোগান দিতে হিমশিম খেতে হতো, কিন্তু বর্তমানে ১৮ কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষি খাতের এই অগ্রগতি দৃশ্যমান। শীতকালীন শাকসবজির উৎপাদন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই। সার ও বীজ নিয়ে যাতে কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। সভায় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে জনসেবার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও তার সমাধানের উপায় শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম রাজশাহীর পবা উপজেলার আলুর মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক, রাজশাহী ও বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

বাকৃবি সংবাদদাতা: জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব)…

বিশেষ সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) এবং সার্ক…