মো. গোলাম আরিফ (পাবনা) : রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের উপস্থিতিতে পাবনার সুজানগরে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পেঁয়াজ চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গাজনার বিলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম; উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাফিউল ইসলাম।
সভায় বক্তারা বলেন, পেঁয়াজ উৎপাদনে পাবনা দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানকার পেঁয়াজ দেশের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখে। তবে সংরক্ষণের অভাবে উৎপাদিত পেঁয়াজের এক-তৃতীয়াংশ নষ্ট হয়ে যায়। এ সমস্যা সমাধানে কৃষি বিভাগ ‘এয়ার ফ্লো চেম্বার’ প্রযুক্তি চালু করার উদ্যোগ নিয়েছে, যা মাত্র ৮০ হাজার টাকা ব্যয়ে ক্ষুদ্র পরিসরে চাষিদের জন্য ৩০০ মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণের সুযোগ দেবে। এতে কৃষকরা লাভবান হবেন এবং আমদানি নির্ভরতা কমবে।
এছাড়াও, মতবিনিময় সভায় পেঁয়াজ উৎপাদন খরচ বৃদ্ধি, মৌসুমে কম দাম পাওয়া, বীজের মূল্য বৃদ্ধি, সারের প্রাপ্যতা ও কীটনাশকের ব্যবহারসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্থানীয় পেঁয়াজ ক্ষেত, এয়ার ফ্লো চেম্বার, কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নাধীন পেঁয়াজ ও রসুন সংরক্ষণাগার এবং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

