Thursday , May 1 2025

ফরিদপুরে পারিবারিক পুষ্টি বাগান চাষীদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উদ্যোগে পারিবারিক পুষ্টি বাগান চাষীরা তিনদিন ব্যাপি পটুয়াখালী উদ্বুদ্ধকরণ ভ্রমন করেছেন।

তিনদিন ব্যাপি ভ্রমনে ফরিদপুর ডিডি অফিস হতে রওনা হয়ে খানজাপুর, ইল্লা, গৌরনদীতে পুষ্টিবাগান ও মাঁচায় সবজি চাষ; কর্ণকাঠি, লাকুটিয়া, কাশিপুর, বরিশালে পুষ্টি বাগান, কমিউনিটি বেড ভার্মিকম্পোষ্ট, স্কুল গার্ডেন, বস্তায় আদা চাষ; বাবুগঞ্জ, নীলগঞ্জ, মহীপুর, কলাপাড়া, পটুয়াখালীতে পুষ্টিবাগান, ভার্মিকম্পোষ্ট ও লবণাক্ত এলাকা পরিদর্শন; হর্টিকালচার সেন্টার, রহমতপুর বরিশালে মাটি ও বেড প্রস্তুত করে চারা তৈরি; পূর্ব এনায়েতপুর, কালকিনি, মাদারিপুরে ভার্মি কম্পোষ্ট, বীজ সংরক্ষণ, ধনিয়া, কালোজিরাতে মধু উৎপাদন; হর্টিকালচার সেন্টার, মোস্তফাপুর মাদারিপুরে মাটি প্রস্তুত ও কলম তৈরি; রাজৈর মাদারিপুরে পুষ্টিবাগান, ভার্মিকম্পোষ্ট ও স্কুল গার্ডেন পরিদর্শণ করেন।

উক্ত ভ্রমনে অংশগ্রহকারি কৃষক রুহুল আমিন বলেন, এই ভ্রমনে যেয়ে আমরা কৃষি বিষায়ক বিভিন্ন তথ্য এবং নতুনত্ব বিষয় জানতে পেরেছি, এই ভ্রমন থেকে সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছি সেটা হলো আমার কোন জমি পতিত রাখবো না। এবং আমরা অনেক খুশি। উদ্বদ্ধকরণ ভ্রমনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. রকিবুল ইসলাম। সহযোগিতায় ছিলেন অত্র দপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা, ওমর ফারুক এবং কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তা, আসাদুল্লাহ।

উদ্বদ্ধকরণ ভ্রমনে ফরিদপুর জেলার ৩০ কৃষক অংশগ্রহন করেন।

This post has already been read 10315 times!

Check Also

বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরোর জাত- মহাপরিচালক, বিনা

নাহিদ বিন রফিক (বরিশাল): বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরো ধানের জাত। এর গাছ খাটো তাই ঝড়-বাতাসে …