
মাঠদিবসে প্রধান অতিথি বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে ধানের উৎপাদন বাড়ানো দরকার। আর তা বাস্তবায়নে উচ্চফলনশীল ইনব্রিড এবং হাইব্রিড জাত রাখতে পারে বিরাট ভূমিকা। ব্রি উদ্ভাবিত বেশ কিছু ধান জাত রয়েছে, যেগুলো স্থানীয় জাতের তুলনায় কয়েকগুণ বেশি ফলন পাওয়া যায়।
অনুষ্ঠানে আগে পার্টনার প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর নমুনাশস্য কর্তন করা হয়। এর মধ্যে ব্রি হাইব্রিড ধান৩’র ফলন.হেক্টরপ্রতি ৮.২টন, ব্রি হাইব্রিড ধান৫’র ফলন.হেক্টরপ্রতি ৮টন এবং ব্রি হাইব্রিড ধান৮’র ফলন হয়েছে ৮.৫টন।