Sunday 12th of May 2024
Home / আঞ্চলিক কৃষি / আটঘরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আটঘরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published at নভেম্বর ২৭, ২০২৩

মো. গোলাম আরিফ (পাবনা) :   কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটঘরিয়া পাবনা’র আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ১ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আটঘরিয়ার প্রশিক্ষণ হলে কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী সেশনের আয়োজন করা হয়। কৃষিবিদ সরকার সফি উদ্দীন আহমেদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে অতিরিক্ত পরিচালক বলেন, দিনদিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। অপরদিকে খাদ্য চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। বসতবাড়ির আশে পাশে পড়ে থাকা পরিত্যাক্ত, ছায়াযুক্ত, স্যাতস্যাতে, পতিত জমির সুষ্ঠু ব্যবহার করতে হবে। পারিবারিক পুষ্টি নিরাপত্তা ও খাদ্য চাহিদা পূরনের জন্য কন্দাল ফসল চাষ করতে হবে। উচ্চমূল্যের ফসল হিসেবে বসতবাড়ির আশে পাশে পড়ে থাকা জমিতে যেখানে যে কন্দাল ফসল উপযুক্ত তা বপন করতে হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সজীব আল মারুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা। প্রশিক্ষণে আটঘরিয়া উপজেলার ৬০ জন প্রকল্পভুক্ত কৃষক-কৃষানীসহ অংশগ্রহণ করেন।

পরবর্তীতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পলিনেট হাউজ, ব্রি-৮৭ জাতের ধানের ফসল কর্তন, গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টমেটো-৮ এর প্রদর্শনী, বিনা চাষে সরিষা আবাদসহ বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন করেন।

This post has already been read 900 times!