📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বরিশালে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনার ওপর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) নগরীর মৎস্য বীজবর্ধন খামারের হলরুমে ডিএইর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়–য়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান এবং  ফরিদপুরের অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশীদ। কীনোট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. সুলতান আহমেদ।

বরিশাল সদরের  উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ডিএই বরিশালে উপপরিচালক মো. মুরাদুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশের খাদ্যের যোগান বাড়াতে এক ফসলি জমিকে দুই ফসলি আর দুই ফসলিকে তিন ফসলি জমিতে পরিণত করতে হবে। তিনি আরো বলেন, কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে দরকার এলাকাভিত্তিক ফসল নির্বাচন করা। সেসাথে প্রয়োজন স্বাস্থ্যসম্মত চাষাবাদ। দিনব্যাপী এ কর্মশালায় প্রকল্পের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন