Wednesday , April 30 2025

বরিশালে কৃষির আঞ্চলিক সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) নগরীর খামারবাড়িতে ডিএইর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএইর অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। এতে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. একরামুল হক এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের উপপরিচালক মো. নজরুল ইসলাম শিকদার, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো.জাকির হোসেন তালুকদার, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ।

সভায় চলতি মৌসুমে রাসায়নিক সারের সুষ্ঠু বন্টন এবং ফসলের উৎপাদন বাড়ানো ক্ষেত্রে কৃষকদের পরামর্শগত সহায়তার জন্য আহবান জানানো হয়। অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3100 times!

Check Also

বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরোর জাত- মহাপরিচালক, বিনা

নাহিদ বিন রফিক (বরিশাল): বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরো ধানের জাত। এর গাছ খাটো তাই ঝড়-বাতাসে …