Tuesday 30th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র মহাপরিচালকের জিকেএসপির প্রকল্প পরিদর্শন

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র মহাপরিচালকের জিকেএসপির প্রকল্প পরিদর্শন

Published at সেপ্টেম্বর ২৯, ২০২২

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : খুলনার বটিয়াঘাটায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র মহাপরিচালক মো. কামারুজ্জামান জিকেএসপির প্রকল্প পরিদর্শন করেছেন। তিনি আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বয়ারভাঙ্গা গ্রামের কয়েক জন কৃষকদের জমিতে গড়ে ওঠা প্রকল্পের গবেষণা প্লট পরিদর্শণ করেন।

এ সময় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক মোঃ লিয়াকত হোসেন,  জিকেএসপির প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস, খুলনা বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের বটিয়াঘাটায় মৃত্তিকা সম্প উর্দ্ধতন কর্মকর্তা শামসুন নাহার রত্না, কৃষক কংকন মন্ডল ও উজ্জল মণ্ডলসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

তিনি প্রদর্শনী প্লটের লাউ, করোলা ও ঝিঙ্গের প্রদর্শনী ঘুরে দেখেন এবং  জিকেএসপি প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।পরে তিনি সাতক্ষীরা সদর উপজেলার কচুপুকুর গ্রামে আঞ্চলিক কার্যালয় কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। কৃষকের জমিতে স্থাপিত রোপা আমন ধানের প্লট পরিদর্শণ করেন এবং আরো অধিক হারে ফসল উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহ প্রদান করেন ও পরামর্শ দেন।

This post has already been read 2105 times!