📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

স্বাস্থ্যবিধি না মানলে কোরবানি পশুর হাটের ইজারা বাতিল – ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক: কোরবানি পশুর হাটে স্বাস্থ্য বিধি এবং অন্যান্য শর্ত বাস্তবায়নের জন্য ইজারা গ্রহীতাদের প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম কড়া নির্দেশ প্রদান করেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪টায় গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে ছয়টি পশুর হাট ইজারা গ্রহীতাদের ডেকে এ নির্দেশ প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, করোনা ভাইরাসের গণসংক্রমণ এড়াতে প্রত্যেক ইজারা গ্রহীতাকে কোরবানি পশুর হাটে সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ইজারা বাতিল করা হবে।

তিনি আরো বলেন, হাট মনিটরিং করার জন্য ওয়ার্ড কাউন্সিলরের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। তারা হাটগুলো প্রতিদিন পরিদর্শন করবেন। এছাড়া প্রতিটি হাটে একটি করে মোবাইল কোর্ট থাকবে। স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে একটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন