
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আজাহার আলী জানান গত বছর জেলা জুড়ে ৪৯৯০টি বাক্স মধু চাষ করে প্রায় ৫৮ মেট্রিক টন মধু উৎপাদন হয়েছিল কিন্তু এবার বৈরী আবহাওয়ায় ৩৫৫০ বাক্সে গতকাল পর্যন্ত উৎপাদন হয়েছে মাত্র ২৩ মেট্রিক টন আর মাত্র এক মাস মধু উৎপাদন করা যাবে এতে ৪০-৫০ মেট্রিক টন মধু উৎপাদন হবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় মৌ চাষিরা।