Sunday 28th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / বৈরী আবহাওয়ায় কমে যাচ্ছে মধু উৎপাদন : হতাশ পাবনার মধু চাষিরা

বৈরী আবহাওয়ায় কমে যাচ্ছে মধু উৎপাদন : হতাশ পাবনার মধু চাষিরা

Published at জানুয়ারি ৯, ২০২০

র ই রনি: এ বছরের শীত এসেছে গভীর বৃষ্টিপাত মাথায় নিয়ে বৃষ্টি ও ঘন কুয়াশায় বৈরী আবহাওয়ায় কমে যাচ্ছে চাষকৃত মধুর উৎপাদন। এতে হতাশ হয়ে পড়েছেন পাবনার মধু চাষিরা। পাবনার সুজানগরের মধু চাষী ওলি প্রাং (৩৬) বলেন বিগত কুড়ি বছর ধরে তারা পারিবারিক ভাবে এই মধু চাষ করে আসছে। এবার ঘন কুয়াশায় ও বৃষ্টি হবার কারণে মধুর উৎপাদন অনেক কমে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আজাহার আলী জানান গত বছর জেলা জুড়ে ৪৯৯০টি বাক্স মধু চাষ করে প্রায় ৫৮ মেট্রিক টন মধু উৎপাদন হয়েছিল কিন্তু এবার বৈরী আবহাওয়ায় ৩৫৫০ বাক্সে গতকাল পর্যন্ত উৎপাদন হয়েছে মাত্র ২৩ মেট্রিক টন আর মাত্র এক মাস মধু উৎপাদন করা যাবে এতে ৪০-৫০ মেট্রিক টন মধু উৎপাদন হবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় মৌ চাষিরা।

This post has already been read 1691 times!