
নিজস্ব প্রতিবেদক: (১২ নভেম্বর) বুধবার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়িত এবং Bangladesh Academy of Science (BAS) এর অধীনে U.S. Department of Agriculture (USDA) এর অর্থায়নে পরিচালিত “Profitable Napier silage preparation for the present market and the future TMR industry” শীর্ষক প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি কর্মশালাটি উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান। আর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তি পরীক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান ড. ছাদেক আহমেদ।
সকাল ১০.০০ ঘটিকায় ইনস্টিটিটউটের ট্রেনিং ডরমিটরিতে পবিত্র কুরআন হতে তেলোয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। এর পর আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রধান গবেষক ড. মোহাম্মদ খায়রুল বাশার। স্বগত বক্তব্যের পাশাপাশি এসময় তিনি প্রকল্পের সার-সংক্ষেপ ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মূল প্রবন্ধও উপস্থাপন করেন।
স্বাগত বক্তব্য ও উপস্থাপনার পরে পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। উন্মুক্ত আলোচনা অংশটি পরিচালনা করেন প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তি পরীক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান ড. ছাদেক আহমেদ। এসময় কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বিএলআরআই এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ প্রকল্পের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেন এবং প্রকল্পের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নিজ নিজ মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।
এরপর আমন্ত্রিত অতিথিরা একে একে তাদের বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, প্রাণিসম্পদ পালনের ক্ষেত্রে বর্তমানে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো খাদ্য খরচ কমানো। খাদ্য খরচ কমানোর লক্ষ্যে ঘাস চাষ বৃদ্ধি এবং গবাদিপ্রাণিকে ঘাস জাতীয় খাদ্য খাওয়ানোর বিকল্প নেই। বর্তমান ব্যবস্থায় প্রাণীকে দানাদার খাদ্য বেশি খাওয়াতে হয় বলে খামারিরা লাভজনকভাবে খামার পরিচালনা করতে পারছেন না। বর্তমান সরকারও প্রাণিখাদ্যের দাম কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে এই জাতীয় গবেষণা কার্যক্রমের বিকল্প নেই। একই সাথে ইনসেপশন কর্মশালার মতো বিজ্ঞানভিত্তিক সভা-সেমিনার বেশি বেশি করে আমাদের আয়োজন করতে হবে। এতে করে বিজ্ঞানীরাই উপকৃত হবেন।
কর্মশালায় অংশগ্রহণ করেন বিএলআরআই এর বিভিন্ন বিভাগ/দপ্তরের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ সহ বিএলআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে কর্মশালায় যুক্ত হন জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (FAO) এর প্রতিনিধি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (BAS) এর প্রতিনিধিগণ।
উত্তম ঘাস চাষ ব্যবস্থাপনার মাধ্যমে গবাদিপ্রাণির খাদ্য খরচ কমিয়ে লাভজনক খামার তৈরি, বিজ্ঞানভিত্তিক উপায়ে লাভজনকভাবে নেপিয়ারভিত্তিক সাইলেজ তৈরি, খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে নতুন ধারণা হিসেবে ‘কমিউনিটি ফডার ব্যাংক’ স্থাপন এবং তার মাধ্যমে সংকটকালীন সময়ে খামারিদের নিরবিচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করা, ঘাস চাষের ফলে মাটির স্বাস্থ্য ও পুষ্টিগত পরিবর্তন ও প্রভাব বিশ্লেষণ, ঘাস চাষের ফলে কি পরিমাণ গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ হচ্ছে এবং বায়ুমণ্ডল থেকে কি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড (CO₂) শোষণ হচ্ছে তা নিরূপণ ইত্যাদি উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে জুলাই’২৫ হতে জুন’২০২৭।

