রাজশাহী সংবাদদাতা: বৃহস্প্রতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশে ঝুঁকিপূর্ণ ল্যান্ডস্কেপে জলবায়ু উপযোগী জীবিকা গড়ে তোলা বিসিআরএল প্রো পরিবেশ বিভাগ, পরিবেশ ভবন আগারগাঁও, ঢাকা কর্তৃপক্ষের উদ্যোগে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে আন্তঃখাত পরিকল্পনা এবং বিনিয়োগ অগ্রাধিকার প্রক্রিয়ার উপর উপ-জাতীয় কর্মশালা শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক, এনডিসি ড. মো. কামরুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশগত অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মো. লতিফুর রহমান সরকার, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন ও কম্পোনেন্ট ডিরেক্টর (ডিএই), বিসিআরএল প্রকল্পের ড. এম. লোকমান হোসেন মজুমদার।

বিসিআরএল প্রকল্প পরিচালক মিসেস রাজিনারা বেগম এর সভাপতিত্বে কর্মশালায় অংশ গ্রহণ করেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি গবেষণা ইনষ্টিটিউট, মৎস্য অধিদপ্তর, কৃষি বিপণণ, পরিবেশ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কৃষক ও উদ্যোক্তাগণ।
ইন্টার-সেক্টরাল প্ল্যানিং এবং ইনভেস্টমেন্ট প্রসেসের উপর মূল নোট পেপার উপস্থাপনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশগত অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. লতিফুর রহমান সরকার তার পাওয়ার পয়েন্ট আলোচনায় মূলত তুলে ধরেন, বিশ্বব্যাপী খাদ্য, পুষ্টি ও পরিবেশে জলবায়ু পরিবর্তনের বিরুপপ্রভাব ও এর থেকে মুক্তির উপায়। সেই সাথে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সমাধানের উপায়ের উদাহরণ উল্লেখ করেন।
প্রধান আতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ড. মো. কামরুজ্জামান এনডিসি বলেন, কৃষিবিদ হিসেবে আপনারা দক্ষ আপনারা কৃষিকে অনেক উপরে তুলে ধরেছেন এধারাবাহিকতায় কাজ করতে হবে। উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে এমন কোন কাজ করবো না যা পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলে। ভূগর্ভস্থ পানি ব্যবহারে সচেতন হওয়ার ব্যাপারে অনুরোধ জনান। তিনি আরো বলেন বিভিন্ন দপ্তরের মধ্যে আন্তঃখাত পরিকল্পনা জোরদার করতে হবে এছাড়াও কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন বিপণণ ও বিভিন্ন বিষয়ের আলোচনা খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, নতুন প্রযুক্তি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।